জামালপুর

মাদারগঞ্জের ফকির আলীর সৌদি আরবে আকস্মিক মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জের শহিদ মিয়া উরফে ফকির আলীর সৌদি আরবে আকস্মিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার সুলতান মন্ডলের ছেলে।

রোববার বাংলাদেশ সময় আনুমানিক সন্ধা ৭ টায় সৌদি আরবে কর্মস্থলে থাকা অবস্থায় আকস্মিক মৃত্যু ঘটে তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।  তিনি বাবা, মা, স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শহিদ মিয়া উরফে ফকির আলী গত ২০১৪ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। এরপর ২০১৮ ও ২০২৩ সালে ছুটিতে আসেন তিনি। পরিবারের সুখের জন্য আবার চলে যান সৌদি আরবে। সে ঐ দেশে টাইলস মিস্ত্রী কাজ করতো। তারপর সর্বশেষ রোববার সন্ধায় কর্মস্থলে আকস্মিকভাবে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে নিহতের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম জানান, আমার বাবার সাথে শনিবারে মোবাইলে শেষ কথা হয়েছে, আমরা সাবধানে কাজ করতে বলেছি, নিজের শরিরের প্রতি খেয়াল রাখতে বলেছি। বাবা বলছে শীতের মধ্যে দেশে ফিরবে। রোববার বাংলাদেশ সময় সন্ধার পর জানতে পারলাম কর্মরত অবস্থায় বাবার মৃত্যু হয়েছে। বাবার ছায়ায় আশ্রয় ছিল আমাদের, আজ বাবা হারা হয়ে গেলাম। সকলেই আমার বাবার জান্নাতবাসী কামনায় দোয়া করবেন।  আমরা যেন ধৈর্য্য ধারন করে চলতে পারি। 

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর পরিবারের পক্ষ থেকে, মরহুম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker