জামালপুরের মাদারগঞ্জে ৭৫০ একর জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প অন্যত্র স্থানান্তর করে কৃষকদের জমি ফেরত এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কাইজের চর এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজনে- কাইজারচর এলাকাবাসীসহ পার্শ্ববর্তী এলাকার জনগণ।
সভাপতিত্ব করেন অত্র এলাকার কৃষকনেতা আশরাফ আকন্দ। বক্তব্য রাখেন কৃষক আন্দোলনের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হক, সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান স্থানীয় কৃষক বারেক ও নুরনবী, আব্দুল মান্নান, আলতাফ হোসেন, আইন উদ্দিন, গোলাম মাহমুদ, ফারুক বিএসসি প্রমূখ। এ সময় শত শত কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.