সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে শিক্ষার্থীদের শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে উপজেলা হাওয়ায় রোড় হয়ে পুনরায় শহীদ মিনারে শেষ হয় শহীদী মার্চ।
মাদারগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র-জনতার শহীদী মার্চ করা হয়। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী, শিক্ষার্থী প্রতিনিধি সামিউল সামির, মাহবুব, লেমন, মুরশেদ তুষার প্রমূখ। এ সময় শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।