মাদারগঞ্জে বিলাসী শপিং সেন্টারে অগ্নিকান্ড’ ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি
জামালপুরের মাদারগঞ্জে বিলাসী শপিং সেন্টারে অগ্নিকান্ডে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৩ কোটি টাকা। বুধবার রাত ১২ টায় বালিজুড়ী বাজার রিফাত তালুকদার মার্কেটের (২য় তলা) বিলাসী শপিং সেন্টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত দেড়টায় দ্বিতীয় দফায় আগুন জলছিল বলে জানা গেছে। বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে কিংবা অন্যকোন ভাবেও হতে পারে ধারনা করছে স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে ভোর পর্যন্ত ধোয়া বের হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে। বিলাসী শপিং সেন্টার এর ৬ জন পরিচালক রায়হান রহমতুল্যাহ রিমু, মোহাম্মদ আলী, ওমর ফারুক স্বপন, শহিদুল্লাহ, আমিনুর রহমান, আনোয়ার হোসেন।
পরিচালকবৃন্দ জানান, বিলাসী শপিং সেন্টার বালিজুড়ী বাজারে একটি বৃহৎ এবং পরিবেশ বান্ধব মান সম্মত শপিং সেন্টার ছিল। শুরু থেকেই শপিং সেন্টার টি ক্রেতাদের চাহিদামত পছন্দের পোশাক দিয়ে আসছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিনের মত আমরা বাড়ী চলে যাই। হঠাৎ রাতে ফোন আসে বিলাসী তে আগুন জ্বলছে ছুটে আসি কয়েকজন এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। ততক্ষণে ভিতরের সব মালামাল পুড়ে গেছে। আমাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা আ: কদ্দুছ জানান, ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, শপিং সেন্টারের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি তবে আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠান গুলো রক্ষা পেয়েছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।