জামালপুর
মাদারগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ
“ভরবো মাছে মোদের দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগান সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে রাজস্ব খাতের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় ৩৩৯ কেজি মাছের পোনা উপজেলা পরিষদ পুকুর, খরকা বিল, মাদারগঞ্জ মডেল থানা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয় এবং বিভিন্ন মাছচাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, জেলা মৎস্য কর্মকর্তা মো: খালেকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহামিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রিজভী আহাম্মেদ, জেলা ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা আ: রাজ্জাক মোল্লাস, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ, মাছের পোনা ব্যবসায়ি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।