মাদারগঞ্জে শিক্ষার্থীদের চাপের মুখে মির্জা আজম কলেজের অধ্যক্ষের পদত্যাগ
জামালপুরের মাদারগঞ্জের মির্জা আজম কলেজের অধ্যক্ষ এ কে এম মুস্তাফিজুর রহমান মুক্তা পদত্যাগ করেছেন।
সোমবার বেলা ১১ টায় থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কলেজ চত্বরে ও অধ্যক্ষের কার্যালয়ে এক দফা এক দাবী এক অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মিছিল করে ২০/৩০ জন সাধারণ শিক্ষার্থী।
জানা গেছে, তাদের স্লোগানের প্রেক্ষিতে চাপের মুখে বেলা ২ টায় কলেজের প্যাডে স্বাক্ষর করে পদত্যাগ করেন তিনি। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায় মিছিলকারীদের মধ্যে ২/১ জন অধ্যক্ষকে স্বাক্ষরের জন্য কলম এগিয়ে দিচ্ছেন।
এ ব্যাপারে মির্জা আজম কলেজ এর দপ্তরী মকবুল জানান, ঐ সময়ে আমি চিনতে পারি নাই কাউকে, তবে উপজেলার সহ বহিরাগত শিক্ষার্থীরা অধ্যক্ষ স্যারের পদত্যাগের দাবীতে মিছিল করে এবং শেষ পর্যন্ত চাপের মুখে তিনি পদত্যাগ করেন।
উপজেলার সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি ছামিউল ইসলাম জানান, আমরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে যার কারণে আমরা তার পদত্যাগ চেয়েছি এবং পদত্যাগ করেছেন।
উল্লেখ্য যে, গত ২০০১ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন অবস্থায় পর্যায়ক্রমে অধ্যক্ষ দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে মির্জা আজম কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জৈষ্ঠ প্রভাষক গোলাম মোস্তফা।