জামালপুর

স্মৃতি যেন ভুলে না যাই, দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন শিক্ষার্থীরা

ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারন মানুষ। রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর। সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন সরিষাবাড়ীর শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন তারা। 

শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান; ও বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। ইতিমধ্যে গত কয়েকদিনে সারাদেশই বিভিন্ন স্থানে এই শিল্পকর্মও আঁকছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সব দেয়াল শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায়। জামালপুরের সরিষাবাড়ীতে বসাবসরত বিভিন্ন বয়সের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।

Image

শিক্ষার্থীরা বলছেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরো দমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। চলমান ঘটনায় গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান তারা।

সরেজমিনে দেখা যায়, সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সড়কের পাশে সব দেয়াল রং-তুলিতে শিক্ষার্থীরা রাঙিয়ে তুলেছেন। পাশাপাশি করছেন সড়কের পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। এর মধ্যে রয়েছে একতাই বল, বীর বাঙালির অহঙ্কার, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।

Image

শিক্ষার্থী-নিপা, শোয়েব, সিয়াম, লুসান, আজিজসহ অনেকেই বলেন, ‘আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি। সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন। আমরা তুলে ধরছি আন্দোলনের নানা স্মৃতি। যাতে পথচলতি শিশু-কিশোর থেকে বয়স্ক—সবাই বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ভুলে না যান, সেজন্যই এসব চিত্র আঁকছি।’

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker