জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সপ্তাহ পর কার্যক্রমে ফিরলো।
সোমবার বেলা ১১ টায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ উদ্যোগে জনসাধারণের মাঝে সচেতনতামুলক প্রচার করেন। থানামোড়, বালিজুড়ী বাজার, জুনাইল, জোড়খালী বাজার, উপজেলা চত্বরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ীসহ স্থানীয়দের মাঝে জনসচেতনতার লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ৭ দিন পর মডেল থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। এরপূর্বে সীমিতভাবে অফিসিয়াল কাজ চলছে। মাদারগঞ্জবাসীর জন্য থানায় ২৪ ঘন্টা সেবার দুয়ার খোলা থাকবে। জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে আমরা পাশে আছি সব সময়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারগঞ্জের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত কয়েকদিন মডেল থানা গেটে সেনাবাহিনী মোতায়েন ছিল।