বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ সম্পাদক ৯০ এর কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন দীর্ঘ ১৫ বছর আমরা বের হতে পারি নাই কোন মিছিল মিটিং করতে পারি নাই।
শনিবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মাদারগঞ্জ উপজেলা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। মোস্তাফিজুর রহমান বাবুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকলকে সজাগ থাকতে হবে।
সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদসহ সকল নিহতদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন এবং ওয়ার্ড সহ অংগসংঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।