জামালপুরের আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তের প্রয়োজনে রক্তদাতা নিয়ে সবসময় পাশে ছিলেন ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠনের স্পেশাল রেসপন্স টিম।
জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারী সাধারন শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করে পুলিশ। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায়। জামালপুরে জেলার শিক্ষার্থীরাও শুরু করে আন্দোলন। উত্তাল হয়ে উঠে জেলা শহরসহ প্রতিটা উপজেলা শহর। আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তের প্রয়োজনে পাশে ছিলেন জেলার বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের স্পেশাল রেসপন্স টিম। প্রস্তুত ছিলেন সকল গ্ৰুপের রক্তদাতা।
স্পেশাল রেসপন্স টিমের অন্যতম সমন্বয়ক বোরহান উদ্দিন ও রাসেল হোসাইন বলেন, ‘জামালপুরে আন্দোলনের শুরু থেকেই রক্তদাতা প্রস্তুত করে রেখেছিলাম আমরা। এখনও আমাদের টিম কাজ করছে। চলমান আন্দোলনে ঢাকা, মুন্সিগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, টাংগাইল, গাজীপুর, ময়মনসিংহ ও জামালপুরে আমাদের এই স্পেশাল টিম রক্তের প্রয়োজনে কাজ করেছেন। আন্দোলন সহিংসতা ছাড়াও রক্তের প্রয়োজনে আমরা মানুষের পাশে আছি।
স্পেশাল রেসপন্স টিমের অন্যান্য সদস্যরা হলেন- আসাদ, রাসেল, মুক্তাদির, শাকিল, দিহান প্রমুখ। প্রয়োজনে জামালপুর স্পেশাল রেসপন্স টিম যোগাযোগ করেন (০১৯৬৮৬১৫৯০৬) এই নাম্বারে।
উল্লেখ্য; ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ এই সংগঠনটি ২০২০ সাল থেকে মানুষকে বিনামূল্যে রক্তদান ও বিভিন্ন সচেতনামুলক কাজ করে যাচ্ছেন।