জামালপুর

জামালপুরে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঘরবাড়ীতে আক্রমণ চালিয়েছে বিক্ষুব্ধ জনতা

ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ায় জামালপুরে আনন্দ মিছিল করেছে আন্দোলনকারী ও সাধারণ জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ কার্যালয়, মির্জা আজমসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

সোমবার (৫ আগষ্ট) বিকালে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে আন্দোলনকারী ও সাধারণ জনতা। আনন্দ মিছিলে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে সর্বস্তরের জনগণ।

শহরের নতুন বাইপাস মোড়ে মির্জা আজম চত্বরে আনন্দ উল্লাসে ফেটে পড়েন। মাইক ব্যান্ড পার্টি নিয়েও আনন্দ মিছিল করতে দেখা গেছে। পরে মিষ্টি বিতরণ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের জামালপুর শহরের বাসা এবং মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ির বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে।

এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়, মির্জা আজম চত্বরের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ছবি, আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।  

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে পলাতক রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker