জামালপুর

জামালপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশ ও বিরোধীপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটেছে এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) সকালে প্রথমে আন্দোলনকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। এ সময় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবির ব্যারিকেড ভেঙে তারা বিরোধীপক্ষের সাথে মুখোমুখি হয়। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, আমরা চেয়েছিলাম আমাদের থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করুক। কিন্তু তারাই আমাদের ব্যারিকেড ভেঙে চলে গেছে। আমরা আগে শক্তি প্রয়োগ করিনি।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker