জামালপুর

মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদ আটক

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদ আলম (৩০) কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের কোমারপাড়া মোমেনাবাদ এলাকার নিজ বাড়ী থেকে আটক করা হয়।

জানা গেছে, জেলা ছাত্রদল নেতা মুরশেদ ঢাকা থেকে শুক্রবারের দিন বাড়ীতে আসেন এবং সন্ধায় নিজ বাড়ী থেকে  পুলিশ তাকে আটক করে। সে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন। 

উল্লেখ্য যে, গত ২২ জুলাই/২৪ ইং তারিখে নাশকতার মামলা হয়, এ মামলায় জাহিদুল, মুকুল, কালাম ও মুরশেদসহ এ পর্যন্ত ৪ জন কে আটক করে পুলিশ।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, নাশকতা মামলায় এ পর্যন্ত ৪ জন কে আটক করা হয়, এর মধ্যে গতকাল সন্ধায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুরশেদ আলম কে আটক করার পর শুক্রবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker