“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা চত্বরে সড়ক র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, খরকা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, প্রাণী সম্পদ অফিসার ডা: রিজভী আহম্মেদ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনায় ক্ষেত্র শেখ আল আমিন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষীবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সফল মৎস্যচাষীদের মাঝে পুরুস্কার বিতরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।