“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গণমাধ্যম কর্মী ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
এসময় গণমাধ্যমকর্মীদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে বিভিন্ন পরিকল্পনা জানান এবং সহযোগীতা কামনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ।
এতে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, রিপোর্টাস ক্লাবের সভাপিত ইসমাইল হোসেন, বিজয় টিভি প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক লাখোকন্ঠ ও সময়ের কণ্ঠস্বর এর সরিষাবাড়ী প্রতিনিধি স্বপন মাহমুদ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।