জামালপুরের মাদারগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিআরডিবি অফিসের হলরুমে মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌফিকুল ইসলাম খালেক, বিআরডিবি অফিসার রহুল আমিন, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরির ৫১ জনের মাঝে ৮ লক্ষ ৮৯ হাজার ৫ শত টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।