জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৭ জুন) রাতে শহরের পুরাতন পৌরসভার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটক জাকির হোসেন ও সোহেল রানার বাড়ি গাইবান্ধা জেলায় এবং সারফিন আহমেদ তানভীরের বাড়ি হবিগঞ্জ জেলায়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আটক হওয়া তিনজন প্রতিবার হোটেলে ১০ থেকে ১৫ দিন করে অবস্থান করতো এবং দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে জামালপুরের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। এবার কোনো অপকর্মের আগেই তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাকসহ পুলিশের লোগো সংবলিত কটি, চাবির রিং, তিনটি মোবাইল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।