জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ এর নব নির্বাচিত জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ।
মঙ্গলবার বেলা ১২ টায় বালিজুড়ী বাজারস্থ প্রবাসী কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য সাজাহান সিরাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহিদ রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য ফজলুল হক, সহ সভাপতি রিয়াজুল ইসলাম, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমন, শ্রম বিষয়ক সম্পাদক রবিন চৌধুরী, এ ছাড়াও অত্র সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মালা পরিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা রায়হান রহমতুল্ল্যাহ রিমু কে বরণ করে নেওয়া হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।