Site icon MIssion 90 News

মাদারগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনী-২০২৪ উপলক্ষে আলোচনা সভা

প্রাণী সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল মাদারগঞ্জ কর্তৃক আয়োজিত অফিস প্রাঙ্গণে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিজভী আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, কৃষি অফিসার মো: শাহাদুল ইসলাম, প্যানেল মেয়র শওকত আলী, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মঞ্জুরুল ইসলাম তরফদার, খামারী সফিকুল ইসলাম খান প্রমূখ।

সঞ্চালনায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মঞ্জরুল ইসলাম। এর পূর্বে প্রাণিসম্পদ মেলার প্রায় ৩০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। সহযোগিতায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, খামারীবৃন্দ ও অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Exit mobile version