জামালপুর পৌরসভার ডাকপাড়া এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু উদ্ভোধন করলেন এ বিশাল গরু ছাগলের হাট।
আজ মঙ্গলবার (১৩/০৭/২০২১) সকালে শহরের ডাকপাড়া চৌরাস্তা নুরুল হক কাঁচা বাজার মার্কেট এলাকায় এ বিশাল হাটের উদ্ভোধন করা হয় ।
পৌর প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল হক আকন্দ এর সভাপতিত্বে গরু ছাগলের হাটের শুভ উদ্ভোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গরু হাট পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান ছানা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গরু হাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান, সোনালী ব্যাংক লিমিটেড জামালপুর জেলা শাখার সাবেক ডিজিএম ও সমাজ সেবক আলহাজ্ব এস.এম আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণত সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, কাউন্সিলর মাসুদ করিম সেলিম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা, এ.জি.এস লাভলু, রাজিব সিংহ সাহা, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি, তাসলিমা আক্তার প্রমুখ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.