জামালপুরের মাদারগঞ্জে এনসিপি’র উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা: জুলাই ঘোষণার দাবিতে সোচ্চার
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সম্মিলিত উদ্যোগে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে মাদারগঞ্জ-জামালপুর মহাসড়ক ও এনসিপি'র অস্থায়ী কার্যালয়ে 'জুলাই ঘোষণা', 'মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ' এবং 'জুলাই গণহত্যার বিচার'-এর দাবিতে এই আয়োজন করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক **জাতীয় নাগরিক পার্টি**, **জাতীয় যুব শক্তি**, মাদারগঞ্জ উপজেলা শাখা এবং **বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের** সম্মিলিত উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন মাদারগঞ্জ টু জামালপুর মহাসড়কে ও এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে **জুলাই ঘোষণা, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ, এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে** এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির নবগঠিত সার্চ কমিটি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী **আব্দুল মালেক** এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর উত্তর এনসিপি সংগঠক **সাখাওয়াত হোসেন**, যুগ্ম সমন্বয়কারী সাবেক সেনা সার্জন **হাসানুজ্জামান**, সম্মানিত সদস্য **লেমন মিয়া, সিয়াম আহাম্মেদ, মাহবুব আলম খুরশেদ**, জাতীয় যুব শক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার **আরিফুল ইসলাম, মোস্তাক**, গণতান্ত্রিক ছাত্র শক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার **মোস্তাক আহমেদ** ও **রকি রায়হান** সহ অনেকে। গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠনবৃন্দ সংহতি প্রকাশ করে। বক্তারা জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব এবং এর সাথে জড়িত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।