সরিষাবাড়ীতে স্বপ্ননীল পার্কে গোসল করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত "স্বপ্ননীল পার্কে" বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আকুল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জামালপুরের সরিষাবাড়ীতে “স্বপ্ননীল পার্কে” বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আকুল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) দুপুর ৩টার দিকে পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্ননীল পার্কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের সামছুল শেখের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে একজনের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে স্বপ্ননীল পার্কের সুইমিংপুলে গোসল করতে যায়। সুইমিংপুলের পানিতে গোসল শেষে আকুল মিয়া পুনরায় পাশের টাওয়ারের নিচে মাছ চাষ করা পুলের পানিতে ঝাঁপ দেয়। এসময় কয়েক মিনিট পার হয়ে গেলেও আকুল মিয়া আর পানির নিচ থেকে উঠে না। পরে সাথে থাকা বন্ধুরা দ্রুত পানিতে নেমে আকুলকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল ডাঃ প্রণয় দেব নাথ জানান:
‘গোসল করতে গিয়ে দুর্ঘটনায় আসা রোগীকে ইসিজি করা হয় সঙ্গে সঙ্গে। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে আসার ২০ মিনিট আগেই মারা গেছে বলে তিনি ধারণা করেন।’
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন:
“এখনও কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”