মাদারগঞ্জে অনুসন্ধান কূপ-১ থেকে পরীক্ষামূলক গ্যাসের সন্ধান
জামালপুরের মাদারগঞ্জে চার মাস খনন কাজের পর বাপেক্স কর্তৃপক্ষ তারতাপাড়া এলাকায় গ্যাসের সন্ধান পেয়েছে। পরীক্ষামূলকভাবে পাইপ থেকে গ্যাস ও পানি বের হচ্ছে।
জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ চার মাস খনন কাজের পর গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ।
আজ (রবিবার) উপজেলার তারতাপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্যাস উত্তোলন প্রকল্পের সীমানার ভেতরে পাইপ থেকে পানি ও গ্যাসের মাধ্যমে আগুন বের হচ্ছে।
জানা গেছে, ১৯৮০ সালে তারতাপাড়া এলাকায় প্রাথমিকভাবে গ্যাসের উপাত্ত পাওয়া যায়। এরপর ২০১৬-২০১৭ অর্থবছরে অনুসন্ধান চালানোর চেষ্টা করা হয়। সর্বশেষ গত ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে বাপেক্স কর্তৃপক্ষ খনন কাজ শুরু করে।
২৬০০ মিটার গভীরভাবে খনন কাজ শেষে গতকাল (শনিবার) রাতে গ্যাসের মাধ্যমে আগুনের ফুলকি ও পানি শা শা শব্দে বের হচ্ছে। কত ঘনফুট গ্যাস উৎপন্ন হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে নাকি এলাকাবাসী এ সুফল পাবে, তা পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বাপেক্স কর্তৃপক্ষ।
এ খবর পাওয়ার পর থেকে অন্যান্য উপজেলাসহ স্থানীয় লোকজন গ্যাস উত্তোলন চিত্র দেখার জন্য ভিড় করছেন।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, “এইখান থেকে গ্যাস উৎপন্ন হলে মাদারগঞ্জ তথা জামালপুরবাসীর আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।”
এ ব্যাপারে বাপেক্স গ্যাস অনুসন্ধান-১ এর পরিচালক মোজাম্মেল হক জানান:
“গত ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে গ্যাসের সন্ধানে কূপ খনন কাজ শুরু করি এবং গতরাতে পানির সাথে আগুন বের হওয়ায় আমরা বুঝতে পারছি যে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।”
তিনি আরও বলেন:
“নমুনা পরীক্ষার পর কী পরিমাণ বা কত ঘনফুট গ্যাস পাওয়া যাবে বিস্তারিত জানা যাবে।”