মাদারগঞ্জে নাশকতার মামলায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পলাশ সাহা আটক
জামালপুরের মাদারগঞ্জে নাশকতার পুরোনো মামলায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পলাশ সাহাকে আটক করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ
মাদারগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পলাশ সাহাকে আটক করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই ফিরোজ মিয়া।
মঙ্গলবার রাত ১১টায় মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের নগর সাহা বাড়ির মোড় থেকে পলাশ সাহা (৪০) কে আটক করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ।
তিনি ৬নং আদারভিটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি নগর গ্রামের প্রমথ সাহার ছোট ছেলে। তাঁর বিরুদ্ধে জিআর মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমান সাধারণ সম্পাদক) এবং ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান আকন্দ রতনের দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়েছে বলে মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে।
বুধবার দুপুর ২টায় আটককৃত আসামিকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।