গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওর্য়াড কালামপুর এলাকা থেকে রবিবার সন্ধ্যায় সাবেক কমিশনার আবুল কাশেম(৫৮) কে একাদিক মামলায় আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ ।আটকৃত কমিশনার হলেন উপজেলার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে ।
তিনি পৌরসভার ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ছিলেন ।তার বিরুদ্ধে ৫ আগষ্ট ছাত্র হত্যা মামলাসহ সরকারি বন বিভাগের একাদিক মামলা রয়েছে ।
সেই একাদিক মামলার ওয়ারেন্ট আসামী হিসেবেইে পুলিশ রবিার সন্ধ্যায় উপজেলার কালামপুর এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে ।
কালিয়াকৈর থানার পরির্দশক মো: যুবায়ের জানান তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে ।মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ।রবিবার সন্ধ্যায় কালামপুর থেকে তাকে আটক করা হয় ।