দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখা।
শনিবার (০২ নভেম্বর ) সকালে কুলিয়ার ভেন্নাপোতায় বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া ও বালি দিয়ে রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা জামায়াতে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা অলিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মোল্লা, বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী আফতাবুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী সাংবাদিক আবু বক্কার সিদ্দিক, বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, ওয়ার্ড সভাপতি (উত্তর) আব্দুস সবুর, ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েলসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল, কর্মী ও সমর্থকেরা।
রাস্তা সংস্কারের এই মহৎ উদ্যোগের কথা জানতে চাইলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই মানুষের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। জনগনের জীবন ধারণে সাময়িক যে অসুবিধাগুলি লক্ষ্য করছি সেটি মানবিকতার দৃষ্টিতে সাধ্যমত সমাধান করতে চেষ্টা করবো। এই জন্য ইউনিয়নবাসীসহ সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য: কুলিয়া ইউনিয়নের বিভিন্ন বেহাল রাস্তা চলাচলের উপযোগী করতে ধারাবাহিকভাবে এই সংস্কার কাজ চলমান থাকবে বলে জানা যায়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.