সাতক্ষীরা

দেবহাটায় পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখার আয়োজন পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল,উপজেলা জামায়াতে নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলাইমান হোসেন, আ:গফুর সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইন্জিনিয়ার মাহবুব আলম, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ,  দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত)  অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক প্রমুখ। 

বক্তরা বলেন, আপনাদের যে কোন সমস্যা হলে জামায়াতকে অবিহিত করবেন। নিরাপদে যেন উৎসবটি করতে পারেন জামায়াত ইসলামী সবধরনের সহযোগিতা করবে। ইসলামের কাজই হচ্ছে সাধারণ মানুষের সেবা করা আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।

বক্তরা আরে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ  পাহারা দেবে জামায়াত -শিবিরের নেতাকর্মীরা। দেবহাটায় ২১টা পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হচ্ছে, আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে ক্যাম্প তৈরি করে নিরাপত্তার ব্যবস্থা করবো, আমাদের কর্মীরা সার্বিক সহযোগিতা করবে, আপনারা আগে যেমন শান্তিতে ছিলেন এখনো শান্তি থাকবে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ তেমনি জামাতে ইসলামীর কাছে আপনারও নিরাপদ,আমরা একই দেশের নাগরিক আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলেয়ে চলবো, কারোর প্রতি অন্যায়ভাবে জুলুম করা হবে না, আর যারা জুলুম করবে তাদের চিন্তিত করে বিচারের আওতায় আনা হবে।

Author

  • ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

    পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

    View all posts উপজেলা প্রতিনিধি, দেবহাটা

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker