সাতক্ষীরা

কুলিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটার কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ার্ড জামায়াতের সভাপতি ইশারত আলীর সভাপতিত্বে সেক্রেটারী আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। 

এ সময় প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের ওপর হত্যা, গুম, জুলুম-নির্যাতন চালিয়েছে। এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন। আওয়ামী শাসনামলেে দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক নাগরিক অধিকার, বিরোধী মতের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে, জামায়াত কখনো অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে না। এমতাবস্থায় ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারীকে মেনে নেওয়া হবে না।

বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মোল্ল্যা, সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুর ইসলাম, টিম সদস্য মোজাহিদুল আলম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী সাংবাদিক আবু বক্কার সিদ্দিকসহ ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

Author

  • ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

    পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

    View all posts উপজেলা প্রতিনিধি, দেবহাটা


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker