সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় মহানবীকে কর্টুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভারতের বিজেপি নেতা নিতেশ রানে এবং ধর্মগুরু রামগির মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায়  ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে সাতক্ষীরা – কালীগঞ্জ প্রধান সড়কের উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রধান ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি সাতক্ষীরা – কালীগঞ্জ সড়কের সখিপুর গোলচত্বর থেকে শুরু করে দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়া ঘুরে পুনরায় সখিপুর গোলচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Image

সমাবেশে বক্তব্য রাখেন, খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মুফতী ফজলুল হক আমিনী, ফয়জুল উলম মাদ্রাসার শিক্ষক মুফতী আবু নাঈম, মো: কামরুজ্জামান, ফরাদ হোসেন, তানভির আহমেদ, ছাত্রজনতার মধ্যে উপস্থিত ছিলেন মো: ফিরোজ আহম্মেদ, নাজমুল হুদা রুন্টি, আরিয়ান রবি প্রমুখ।

বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা:) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতিশ রান। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।

তারা আরোও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয়না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker