সাতক্ষীরা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশ (রেজিঃ নং-২১২৯/১৪) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভার প্রথম অধিবেশনে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে খুন, গুম, মিথ্যা মামলায় বিরোধী দলগুলোকে আওয়ামী সরকার দমন করে রেখেছিল। তারা কখনো অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করাতে পারেনি। তারা ছিল নির্বাচন বিমুখ। মানুষ এখন আর নির্বাচন বিমুখ সরকার চায় না। এই বন্দরকে তারা জিম্মি করে রেখে ছিল। আমরা চাই এই বন্দর হবে মানুষের ভাগ্য উন্নয়নের পোর্ট। বিগত দিনে মানুষের সুখ,শান্তি, নিরাপত্তা ছিল না। আমরা শান্তি প্রতিষ্ঠা করবো। কোন বিশৃঙ্খলাকারীদের স্থান দেওয়া হবে না। সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর ও গ্রহনযোগ্যপূর্ণ নির্বাচন উপহার দেব। সাতক্ষীরা জেলা হবে শান্তিপূর্ণ সমৃদ্ধ শহর। তাই যদি সংগঠন পরিচালনার ক্ষেত্রে বৃহত স্বার্থের জন্য কোন দু’একজন ব্যক্তির সমস্যা হয় তাতে ভাল কাজ থামিয়ে দেওয়া যাবে না। সংগঠনের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব অহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু, আমদানি ও রপ্তানি এ্যাসোসিয়েশনের সভাপতি রাম কৃষ্ণ চক্রবর্তী। সভায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খুলনা শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিল। 

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন বিগত দিনে সংগঠনের আয় ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৬৮৩ টাকা এবং ব্যায় ১ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৫৪৫ টাকার তথ্য তুলে ধরেন। এছাড়া সংগঠনের বিভিন্ন উন্নয়ন ও চলমান কর্মকান্ড উপস্থাপন করেন। ২য় অধিবেশনে প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিকী নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর নির্বাচন গ্রহনের লক্ষে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে হাত তুলে সংগঠনের সদস্য আব্দুস সবুরকে পরিচালনা পরিষদের (চেয়ারম্যান), লুৎফর রহমান মন্টুকে (সদস্য সচিব) এবং জলিলুর রহমানকে (সদস্য) হিসাবে মনোনিত করেন উপস্থিত সদস্যরা।

Author

  • ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

    পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

    View all posts উপজেলা প্রতিনিধি, দেবহাটা


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker