সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রথমবার মুক্তমঞ্চে কাওয়ালী সন্ধ্যা’র সুরের মূর্ছনায় মুখরিত

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে, ছাত্র-জনতার ঢল

জুলাই ও আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সাতক্ষীরায় প্রথমবারের মতো মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা’। সেখানে ঢল নামে  সাধারণ ছাত্র-জনতার। রঙিন লাইটে আর মোবাইলের ফ্লাসে জ্বল জ্বল করছে পুরো পার্ক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পার্কে কপোতাক্ষ শিল্পী গোষ্টীর আয়োজনে এই কাওয়ালী আসরের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাওয়ালী আসরে কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের পরিবেশনা উপস্থাপন করেন আল-কুরআন একাডেমির শিল্পীরা।

কাওয়ালী সন্ধ্যার এই আসরে, আয় ফিরে আয় কাওয়া কাদের, নিজামুদ্দিন আউলিয়া, কারার ঐ লৌহ কপাট, মন আমার দেহ ঘড়ি, আল্লাহু আল্লাহু আল্লাহু, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, স্বাধীনতার গান, বিভিন্ন জনপ্রিয় গান, একক অভিনয় সহ কবিতা পরিবেশন করেন শিল্পীরা।

কাওয়ালী সন্ধ্যায় উপভোগ করা শিক্ষার্থী মুরাদ বলেন, এমন গান আগে কোনো সময় শুনিনি। এই প্রথম আমি কাওয়ালি গান উপভোগ করছি। জীবনে আগে এমন আয়োজন দেখিনি। সবাই যেন অন্য রকম অনুভুতি নিয়ে অনুষ্ঠান দেখছে।

অনুষ্ঠানে উপভোগ করতে আসা আরেক শিক্ষার্থী ইসমাত আফরিন জেরিন বলেন, ‘সাতক্ষীরায় মুক্তমঞ্চে এরকম গানের আসর আগে কখনো দেখা যায়নি। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই কাওয়ালি সন্ধ্যার আসর যেন শহরকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রেখে নিহতদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন। কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী, আল-কুরআন একাডেমি, সাধারণ শিক্ষার্থীসহ পরিচিতজনেরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker