দেবহাটায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা গাজীরহাট বাজারে উপজেলা আইবিডব্লিউএফ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আই.বি.ডব্লিউ.এফ এর সেক্রেটারী এহছানুল হকের সভাপতিত্বে ব্যবসায়ী উন্নতির মাধ্যমে মানবতার কল্যাণ ও স্রষ্টার সন্তুষ্টি এ স্লোগানকে সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শেখ জামশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাও. নুরুল আফসার মোর্তজা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার, আব্দুর গফ্ফার প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভেঙে গেছে। ধ্বংসের পথে ব্যাংক বীমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করণের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। পরে ৩৬ সদস্য বিশিষ্ট গাজীরহাট বাজার কমিটি গঠন করা হয়েছে। এতে আলহাজ্ব রমজান আলী সভাপতি, রবিউল ইসলামকে সেক্রেটারী, আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক, শাহজাহান আলী প্রচার সম্পাদক, রাশিদুল ইসলাম অর্থ সম্পাদক, সোহাগ সরদার দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.