সাতক্ষীরা

দেবহাটা উপজেলায় আট (৮) গ্রামকে “ইকো ভিলেজ” ঘোষণা

দেবহাটা উপজেলায় শনিবার (৭ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়ন এর ৮ (আট) গ্রামকে ইকো ভিলেজ হিসেবে ঘোষনা করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ সংস্থার মাধ্যমে দেশের প্রতিটি সুবিধাবঞ্চিত এলাকায় আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রান্তিক জনপদের লোকজন সুপেয় নিরাপদ পানির ব্যবহার ও পান, প্লাস্টিক / বর্জ্য ব্যবস্থাপনা,  স্যানিটেশন ব্যবস্থা, বৃক্ষ রোপন, রাসায়নিক সার ব্যবহার না করে জৈব কম্পোস্ট সার ব্যবহার করে ফসল উৎপাদন ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণের আওতায় নিয়ে কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় আজ সকল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়দের উপস্থিতিতে “ইকো ভিলেজ” ঘোষণা করা হলো। ইকো ভিলেজ ঘোষনাকৃত গ্রাম গুলো হলো টাউনশ্রীপুর, রত্নেশ্বরপুর, পুটিমারী, টিকেট, নাজিরেরঘের, বড়শান্তা, জগন্নাথপুর, ও আটশত বিঘা।

টাউনশ্রীপুর ও রত্নেশ্বরপুরঃ

টাউনশ্রীপুরের কেদারমাঠের অনুষ্ঠানে আফসার আলী স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল মতিন বকুল, আরো উপস্থিত ছিলেন উইপি সদস্য মাহাবুবুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, ফ্যাসিলিটেটর কাউছার আলী।

পুটিমারী ও টিকেটঃ

প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান- প্রভাস চন্দ্র মন্ডল, আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য – শ্যামলী রানী। ৭৮৯ নং ওয়ার্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা, ফ্যাসিলিটেটর  মুকুল হোসেন।

নাজিরের ঘের ও বড় শান্তাঃ

প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান- ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য- নজরুল ইসলাম ৮ নং ওয়ার্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার  মিজানুর রহমান, ফ্যাসিলিটেটর  মুকুল হোসেন।

জগন্নাথপুর ও আটশত বিঘাঃ

প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম শেখ,ইউপি সদস্য খাদিজা বেগম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নিলাদ্রী বিশ্বাস,  ফ্যাসিলিটেটর প্রসেনজিৎ সরকার, অনিমেষ ঘোষ, রেজাউল ইসলাম, সুমি মন্ডল প্রমূখ।

Author

  • ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

    পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

    View all posts উপজেলা প্রতিনিধি, দেবহাটা


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

ইব্রাহিম হোসেন, দেবহাটা প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker