দেবহাটা উপজেলার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন এর সুবিধার আওতায় গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এস.এম সাখওয়াত হোসেন। বক্তব্য দেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সচিব প্রবীর হাজারী।
উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা পারভীন ও ফারহানা পারভীন মুক্তি, সুশীলনের সিডিও মিজানুর রহমান জ্যোৎস্না বালা, বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সুবিধাভোগীরা।
উপজেলার কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়নের ৪টি গ্রামকে প্রাথমিক ভাবে বাছাই করে এ কর্মকান্ড হাতে নেওয়া হয়। বর্তমানে ওই গ্রামগুলোতে শত ভাগ উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে। এতে গ্রামগুলোতে স্বাস্থ্য ঝুঁকি কমবে বলে মনে করেন অতিথিরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.