সাতক্ষীরা
দেবহাটায় আমাদের টিম’র সদস্য ফরম উন্মোচন
দেবহাটার সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের সদস্য ফরম উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) আমাদের টিম মানবিক পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফরম উন্মোচন করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ.এম মনির হাসানের সভাপতিত্বে ফরম উন্মোচন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম (মনি), উপ-পরিচালক মারুফ বিল্লাহ, সহকারি পরিচালক আল আমিন হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি নুসরাত জাহান, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।