দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ আগষ্ট) বিকালে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রীতিভোজ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দরদির প্রতিষ্ঠাতাকালীন কমিটির সভাপতি নাসিম হাসানের পরিচালনায় বক্তব্য দেন সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক আবু তালেব, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিরুজ্জামান মহাসিন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দরদির তথ্য উপদেষ্টা আব্দুল কাদের মহিউদ্দিন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দরদি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন, আইন উপদেষ্টা সুমাইয়া জেবিন মিশু, দরদির বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মো: আবিদ হাসান তানভীর, তাসনুভা মিলি, দরদির উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা হাফেজ নাসির উদ্দীন প্রমুখ।
সভায় আগামীর বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।