পুলিশ যখন ঘোষনা দিয়ে সারাদেশে কর্মবিরতিতে তখন নিজের এলাকা ও দেশ পরিস্কার অভিযানে নেমেছে যুবরা। সারাদেশের ন্যায় সাতক্ষীরার বিভিন্ন রাস্তা পরিষ্কার কার্যক্রমসহ বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল করছে সামাজিক যোগোযোগ মাধ্যম প্লাটফর্ম সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের কর্মীরা।
বুধবার সকাল থেকে দেখা গেছে, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের এডমিন উম্মে ফোয়ারা এর নির্দেশনায় “সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ” এ কার্যক্রম চালিয়ে যান শহরের খুলনা রোড মোড়, লাবনী মোড়ে। এছাড়া ব্যাস্থতম বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের চলাচলের সহযোগীতা করে প্লাটফর্মটি।
গ্রুপ এডমিন জানান, মুখে মাক্স, হাতে গ্লাবস, ঝাড়ু, বস্তা নিয়ে নিজের জেলাকে পরিস্কার উদ্ভুদ্ধ অভিযানে মাঠে নেমেছে। আমােদের সদস্যরা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত আছে, ছিল এবং থাকবে।
এই কাজে যারা সহযোগিতা করেছেন তারা হলেন সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান কল্লোল, মির্জা রাফিয়া রাহাত, এম এইচ মুহিম, মুত্তাকিম বিল্লাহ আকাশ প্রমুখ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.