দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় নব-নির্বাচিত জনপ্রতিনিধিগন তাদের কর্মী সমার্থকদের নিয়ে উপজেলা পরিষদে আসেন। উপজেলা পরিষদ চত্বরে বিশাল বহর পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ফুলের শুভেচ্ছা জানান। নব-নির্বাচিতদের সফর সঙ্গী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জয়া রানী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সুধীজন। পরে দায়িত্বভার গ্রহন করে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেন।