নড়াইলে কোর্ট পরিদর্শন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করলেন অতিঃ জিআইজি অপারেশন, হাসানুজ্জামান।
নড়াইল জেলা পুলিশের কোর্ট পরিদর্শন, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ সহ বাঁধাঘাট পরিদর্শন করেন মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা। প্রথমে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
শনিবার (৫ অক্টোবর) পরবর্তীতে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ কোর্ট পুলিশ কর্তৃক প্রদত্ত পরিদর্শন সালামী গ্রহণ করেন। অতঃপর কোর্ট পুলিশের সকল দপ্তর পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নড়াইল জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরিশেষে অতিঃ ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ ও পুলিশ সুপার নড়াইল জেলার ঐতিহ্যের ধারক বাঁধাঘাট পরিদর্শন করেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.