নড়াইলের পল্লীতে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজন শিকদার (৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রাজন পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের একমাত্র ছেলে রাজন শিকদার বাকপ্রতিবন্ধী ছিল। বুধবার দুপুরে সে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রাজনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.