বেনাপোল সীমান্তে ২৫ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ: বিজিবি’র মাদকবিরোধী অভিযান অব্যাহত
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ প্রায় ৪ লাখ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যশোরের সীমান্তে অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজা, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বৃহষ্পতিবার (১২ জুন) যশোর-৪৯ বিজিবি’র ব্যাটালিয়ন এর টহলদল কর্তৃক ধান্যখোলা ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ গাঁজাসহ অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩,৮০,৭৮৫/- টাকা।
সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর-৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গাঁজাসহ চোরাচালানী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।”