মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? এই প্রতিপাদ্য কে সামনে রেখে বন্য দূর্গত এলাকায় ত্রান বিতরণ করেছে, যশোরের শার্শার বাগআঁচড়া বন্ধু মহল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৭৯০ টি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
নাজমুল রেজা মোল্লা, মতিউর রহমান, ইদ্রিস আলী পলাশ, সাইফুল ইসলাম রাকিবের নেতৃত্বে বাগআঁচড়া বন্ধু মহলে একটি টিম এ ত্রান কার্যক্রম পরিচালনা করেন।
ত্রান হিসাবে প্রতিটি পরিবারকে নিমোক্ত সামগ্রী প্রদান করা হয়, ২ কেজি চাউল, ২ কেজি চিড়া, ২ প্যাকেট মুড়ি, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম খেজুর, ৬ প্যাকেট বিস্কিট, ২ টি সাবান, ২ প্যাকেট গুড়া দুধ, ১ প্যাকেট স্যানেটারি ন্যাপকিন, ১ ডজন মোমবাতি, ১ প্যাকেট মশার কয়েল, ১ বোতল সরিষার তেল, ১ টি গ্যাস লাইটার, ১ পাতা নাপা ট্যাবলেট, ১ টি নাপা সিরাপ, ১ পাতা মেট্রিল ট্যাবলেট (পেট ব্যাথা, আমাশয়), ১ পাতা জোরেল ট্যাবলেট (গ্যাস্ট্রিক), ৮ প্যাকেট স্যালাইন, ১ টি দুই লিটারের পানির বোতল, ৫০০ গ্রাম সোয়াবিন তৈল।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.