যশোরের মণিরামপুরে ক্যান্সার আক্রান্ত আশুরা বেগমকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। অর্থের অভাবে ঠিক ভাবে চিকিৎসা হতে পারছিলেন না।
বৃহস্পতিবার (২০ জুন) এমপি এস এম ইয়াকুব আলীর পক্ষে ক্যান্সার আক্রান্ত আশুরার চিকিৎসার জন্য তার স্বামী মুক্তারপুর গ্রামের নুরুল হুদার হাতে আর্থিক অনুদান তুলে দেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ।
সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমি মনে করি, “বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে পারাটাই জীবনের স্বার্থকতা। তাছাড়া আসল কথা হচ্ছে, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু কন্যার মানবিকতা থেকেই মানবিক মানুষ হওয়ার অনুপ্রেরণা পাই। আমার নেত্রী আমার সকল শক্তির উৎস।