হাসপাতাল থেকে নবজাতক চুরি
যশোরের শিশু হাসপাতাল থেকে ছয় দিনের এক ছেলে শিশু চুরি হয়েছে।
রোববার (৬ মার্চ) দুপুরে ছাড়পত্র নিয়ে বাড়ি যাবার আগ মুহূর্তে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ শিশুটি উদ্ধারে অভিযান শুরু করেছে।
শিশুটির মা আসমা বেগম ও নানী তাসলিমা বেগম জানান, তারা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়লা গ্রামের বাসিন্দা। গত ২৮শে ফেব্রুয়ারি কালীগঞ্জের কুইন্স নামে একটি ক্লিনিকে আসমা বেগম পুত্রসন্তান প্রসব করেন।
বাচ্চাটি জন্মের পর অসুস্থ থাকায় সেখান থেকে তাকে যশোর শিশু হাসপাতালে পাঠানো হয়। গত এক সপ্তাহ শিশুটি সেখানেই চিকিৎসাধীন ছিল।
রোববার বেলা সাড়ে ১১টায় শিশুটিকে ছাড়পত্র দেয়া হয়। এসময় শিশুটির নানী তাসলিমার কাছ থেকে এক মহিলা কৌশলে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায়।
এদিকে হাসপাতালের ম্যানেজার হাদিউজ্জামান নয়ন জানান, ঘটনার পরপরই হাসপাতালের সকল গেট বন্ধ করে খোঁজ চালানো হয়। শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
এরপর পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ শিশুটি উদ্ধারে অভিযান শুরু করেছে।
তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজী হয়নি পুলিশ।