ভারত থেকে বন্ডের লাইসেন্সে (শুল্ক মুক্ত) আমদানীকৃত ডেনিম ফেব্রিক্স এর গাড়ীতে বিশেষ ভাবে লুকিয়ে আনা শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল, বিদেশী সিকারেট, ওষুধ ও কারেন্ট জালসহ বিপুল পরিমান ভারতীয় পন্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনর সাথে ভারতীয় ড্রাইভারের সরাসরি যোগাযোগ থাকলেও ট্রাকসহ ড্রাইভারকে ছেড়ে দেয়া হবে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে। আটক মালামালের মুল্য প্রায় অর্ধকোটি টাকা।
মালামাল আটকের ঘটনা নিশ্চিত করে বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, ‘গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বন্ডের লাইন্সের মাধ্যম ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের গাড়ীর ভিতর বিপুল পরিমান ঘোষনা বহিভুত আমদানী নিষিদ্ধ মদ, ফেন্সিডিল, ওষুধসহ বিপুল পরিমান অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য আনা হয়েছে।’
এ ধরনের সংবাদ পাওয়ার পর যুগ্ন-কমিশনার আব্দুল রশিদ মিয়া ও ডেপুটি কমিশনার আহসানুল কবিরের নের্তৃত্বে একটি প্রতিনিধি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে ডবিস্নউ বি ২৩সি-১৬১৫ নম্বরের একটি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টমস হাউসে নিয়ে আসেন। পরে গাড়ী তল্লাশী করে ঘোষিত পন্যের ভিতর থেকে আমদানী নিষিদ্ধ মদ ভারতীয় ১ হাজার বোতল ফেন্সিডিল, ১ হাজার পিস বিদেশী সিগারেট, বাবা জর্দ্দা ও বাজি নানা ধরনের ওষুধসহ বিপুল পরিমান ঘোষণা বহিভুত ভারতীয় বিভিন্ন ধরনের পন্য আটক করার হয়। আটককৃত মালামালের মুল্য প্রায় অর্ধকোটি টাকা। এব্যাপারে তিনি আরো জানান, সিএন্ডএফ লাইসেন্স বরখাস্ত করা হবে এবং ফৌজদারী আইনে মামলা করা হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.