যশোরের পাঁচভুলোট সীমান্ত থেকে দুটি পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুটি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে ২টি নাইন এমএম পিস্তল, ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামিরা হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)। গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) রাতে বিজিবি অভিযানে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।” উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে পাঁচভূলট বিওপি’র টহল দল পাঁচভূলট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আব্দুল মজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে একই গ্রামের বাসিন্দা ইচ্ছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিনসহ সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, “দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”