Site icon MIssion 90 News

ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, চারজন আহত

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস-ট্রাকের দুই চালক ও এক শিশু নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

রোববার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ফকিরহাটে পালেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট পরিবহন ফকিরহাটের পালেরহাট নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই বাসচালক ও ট্রাকচালক এবং একজন বাসযাত্রীর শিশুপুত্রের মৃত্যু ঘটে বলে জানান তিনি।

জানা গেছে, নিহত বাসচালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আবদুল্লাহ শেখ (৪১), ট্রাক চালক বাগেরহাট সদর দরগা গ্রামের জালাল হাওলাদার (৪০) ও নিহত শিশু আয়াত শেখ বাসযাত্রী টাঙ্গাইল জেলার মাসুদ শেখের দুই বছরের পুত্র।

এসময় শিশুটির পিতা-মাতাসহ চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version