মির্জাপুরে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মির্জাপুর উপজেলা কমান্ডার ও উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন (৭২) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিবির পর্যবেক্ষণে থাকাকালে গত বুধবার রাত ১০টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।
তিনি গোড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। কর্মজীবনে তিনি ছিলেন, ইউপি সচিব। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ গ্রাম গোড়াইল সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর সভাপতি হজরত আলী মিয়া, জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা হায়দার আলী মৃধাসহ বীর মুক্তিযোদ্ধারা জানাজায় অংশ নেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানায়।
নিহত শাহাদত হোসেনের ছেলে সাজেদুল করিম ইকবাল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।