টাঙ্গাইলের মির্জাপুরে “সামাজিক উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর সমন্বয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: নুরুল আলমের সভাপতিত্বে ওই সেমিনারে সুদমুক্ত, জামানতবিহীন ক্ষুদ্র ঋণের সুবিধা তুলে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজি) আসাদুল ইসলাম, দেলদুয়ারের সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ।