Site icon MIssion 90 News

মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) ওপর চায়ের কাপ ছেড়ে মারার অভিযোগ

সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ও ছড়াকার শাহ আলম বিল্লাল

শিলা আক্তার, মির্জাপুর:

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামীমা আক্তার শিফার দিকে গরম চায়ের কাপ ছুড়ে মারার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নিলজা বাজারে নৌকার অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শামীমা আক্তার ৯ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শামীমা আক্তা শিফা, তার বোন, ভাগ্নি ও দুই ভাবিকে সঙ্গে নিয়ে ওয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন। নিলজা বাজারের নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণার অফিসের সামনে আসা মাত্রই অফিসে অবস্থানরত ১৫-১৬ জন সমর্থক তাদের উদ্দেশ্য করে গালিগালাজ ও ইভটিজিং করতে থাকেন। পরে তারা একটি ভ্যানে ওঠেন। এসময় নৌকার সমর্থকদের মধ্যে একজন তার হাতে থাকা চায়ের কাপ ছুড়ে মারেন। অন্যরা জুতা ছুড়ে মারতে উদ্যত হন।

এ ঘটনায় শনিবার (৬ জানুয়ারি) সকালে শামীমা আক্তার শিফা ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৭ জনকে অভিযুক্ত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version